September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Jungle : ফের হাতির হানার কবলে প্রাথমিক স্কুল

শিলিগুড়ি , ১১ মে : গভীর রাতে হাতির হামলার মুখে পড়তে হল শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলকে । স্কুলটির একটি জানালা ভেঙে দেয় দাঁতাল ।

শুক্রবার রাতে হাতিটি স্কুলের একটি জানালায় প্রথম হামলা চালায় । শুড় ভিতরে ঢুকিয়ে দেয় । পরে আরও একটি জানালা ভাঙে । সেই সময় রান্না ঘরে শুয়েছিলেন ৩ জন কর্মচারী।কোনমতে পালিয়ে প্রাণরক্ষা করেন তারা ।

প্রসঙ্গত , এর আগেও একাধিকবার ওই স্কুলে হাতি তান্ডব চালিয়েছে । যে কারনে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা ও । মূলত জঙ্গল ঘেষা স্কুল ওটি | পড়ুয়াদের জন্য রান্না হয় মিড ডে মিল।চাল , ডাল সব কিছু স্কুলেই থাকে । তার গন্ধেই খিদের জ্বালা মেটাতে সদলবলে হাজির হয় গজরাজের দল । তবে এ ঘটনা নতুন নয় | এর আগেও ওই স্কুল এবং ওই এলাকায় গজরাজদের হামলা হয়েছে একাধিকবার |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *