January 5, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : মিলনপল্লি এলাকার বাড়িতে আগুন

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : শহরের বুকে ফের আগুন | আগুন নেভাতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ দমকল কর্মীদের | আগুনের ঘটনায় মিলনপল্লি এলাকায় চাঞ্চল্য ।

ভর দুপুরে ২৫ নম্বর ওর্য়াডের মিলনপল্লি এলাকায় বাড়ির মালিক ঘর বন্ধ করে কাজে বাড়ির বাইরে রয়েছেন । দুপুর ১২টা নাগাদ হঠাৎ ঘর থেকে ধোঁয়া দেখতে পায় প্রতিবেশীরা । এরপর খবর দেওয়া হয় দমকলে | ফায়ার অফিসার ভাস্কর নাগের নেতৃত্বে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে পৌঁছান ওর্য়াড কাউন্সিলর জয়ন্ত সাহা । জয়ন্তবাবু এই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান , এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন । বাড়ির মালিক দু’দিন ধরে বাইরে আছেন | তাই দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে হয় । আগুন নিয়ন্ত্রণে | স্বস্তি এলাবাসীর |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *