November 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Hill : ভূমিধসের আতঙ্ক কার্শিয়াং এ

কার্শিয়াং , ২১ মে : কার্শিয়াং এর ১২ নম্বর ওয়ার্ডে রাস্তার মাটি বসে যাওয়ায় ভূমিধসের আতঙ্ক এলাকায় |

ভারী বৃষ্টিপাতের ফলে কার্শিয়াং পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা কিছুটা বসে যাওয়ায় তীব্র ধসের আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ে । জানা গিয়েছে প্রায় দুই কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোশীমঠের ধসের ঘটনা আবারও নাড়া দিচ্ছে পাহাড়বাসী কে। গত শনিবার রাত থেকে কার্শিয়াং এবং দার্জিলিঙে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । আর এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে প্রবল ধসের আতঙ্ক শুরু হয়েছে পাহাড়বাসীদের মধ্যে ।

ওই দুই কিলোমিটার রাস্তার সমস্ত জায়গাতেই মাটি বসে যায় | যার ফলে রাস্তার উপরে থাকা টাইলসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে এই ঘটনার পর থেকে পাহাড়ে টানা বৃষ্টি চলায় আতঙ্ক রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *