September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : পিস্তল সহ গ্রেফতার

জয়গাঁ , ২১ মে : ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় রবিবার পিস্তল সহ এক ব‍্যাক্তিকে গ্ৰেফতার করল পুলিশ । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জয়গাঁ সুমসুমি বাজার এলাকা থেকে ৩৩ বর্ষীয় সুমন তামাং নামক এক ব‍্যাক্তিকে গ্ৰেফতার করে |

তার কাছ থেকে 7 এম এম পিস্তল , একটা অতিরিক্ত ম‍্যাগজিন ও সাত রাউণ্ড কার্তুজ উদ্ধার হয় । ঘটনার তদন্ত করছে পুলিশ । অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *