October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Theft : মাটিগাড়ার লেলিন কলোনী এলাকায় দুঃসাহসিক চুরি

শিলিগুড়ি , ১৭ অগাস্ট : মাটিগাড়া থানার অন্তর্গত লেলিন কলোনী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে । মাটিগাড়া থানার অন্তর্গত লেলিন কলোনি এলাকার বাসিন্দা বিশু সিংহের বাড়িতে গতকাল মাঝ রাতে এই ডাকাতির ঘটনা ঘটে । প্রতিদিনের মত সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন | সেই সুযোগেই বাড়ির ভেতর প্রবেশ করে আলমারির তালা ভেঙে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় দুস্কৃতির দল ।

অন্যদিকে বাড়ির সদস্যরা সকালবেলা টের পেয়ে দেখেন ঘরের ভেতর সমস্ত আলমারি ভাঙ্গা অবস্থায় লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে । এরপরেই কি করবেন কিছু বুঝতে না পেরে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা | মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এই প্রসঙ্গে বাড়ির মালিক বিশু সিংহ জানান , বাড়ির ভেতরে আনুমানিক লক্ষাধিক টাকা নগদ সহ সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুস্কৃতির দল । তিন সপ্তাহ আগেই তার বাড়ি থেকে দু তিনটে বাড়ি আগে একই ঘটনা ঘটে বলেও জানান তিনি । এক মাসের মধ্যেই পরপর এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *