December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Road Block : হাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে সবজি ফেলে বিক্ষোভ

শিলিগুড়ি , ২৪ জুন : ঐতিহাসিক হাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে ক্ষোভ | জাতীয় সড়ক আটকে বিক্ষোভ ব্যবসায়ী ও কৃষকদের । খড়িবাড়ির এলাকায় পাইকারি বাজারের জায়গা না থাকায় ও কৃষকদের চরম হয়রানি হচ্ছে বলে অভিযোগ ।

শনিবার বাতাসিতে পাইকারি হাট না বসায় বাতাসিতে ৩২৭ জাতীয় সড়কে সবজি ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা । কৃষকরা জানান , তাদের সপ্তাহিক ২ দিন পাইকারি বাজার বসে , আজকে না বসায় ফসল বিক্রি করতে পারেননি তারা ।

এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী জন্য ফের সমস্যা হচ্ছে । পথ অবোরধ জেরে যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ ও খড়িবাড়ি ট্রাফিক কর্মীরা । পরে ২ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে পথ অবোরধ তুলে নেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *