December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : এসএসবির অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১ মার্চ : খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম আশরাফুল শেখ , ধৃত কোচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা | গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবির ৪১ তম ব্যাটলিয়ানের জওয়ানরা | সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালালে ধৃতের কাছে থেকে ৩ কেজি ৪৪ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

পরে এসএসবি গাঁজা সহ ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধার গাঁজা কোচবিহার থেকে পানিট্যাঙ্কিতে পাচারের উদ্দেশ্য ছিল। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । তদন্তে শুরু করেছে খড়িবাড়ি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *