September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Election : দিন ঘোষণা না হলেও পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী

জলপাইগুড়ি , ১ মার্চ : লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী । শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা। বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনী এসেছে জলপাইগুড়িতে‌ ।

কিশানগঞ্জের‌ ঠাকুরগঞ্জ এসএসবি ১৯ নম্বর ব্যাটেলিয়ানের জ‌ওয়ান‌ তারা ।

এসএসবি ইন্সপেক্টর জিজিংমেড বর সইকিয়া জানান , আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা । জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসার চিঠি জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পৌঁছে গেছে । ইতিমধ্যেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে চলে এসেছে এক কোম্পানি বাহিনী । কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য আগে থেকেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *