September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Rally : জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি

শিলিগুড়ি , ১৩ এপ্রিল : জাতীয় শিক্ষানীতি বাতিল , সকলের জন্য শিক্ষা ও চাকরি , এই দাবিতে শহরে মিছিল বাম ছাত্র যুব সংগঠনের ।

একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় ভোট প্রচারে ব্যস্ত , ঠিক তখন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তোলাবাজ , দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এমন আখ্যা দিয়ে শহরে মিছিল সংগঠিত করল দার্জিলিং জেলা এসএফআই ও ডিওয়াইএফআই ।

বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সেবক রোডের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় ।

মিছিলে উপস্থিত এসএফআই এর জেলা সম্পাদক অংকিত দে জানান , জাতীয় শিক্ষানীতি নামে শিক্ষাকে ধ্বংস করার যে প্রচেষ্টা তা অবিলম্বে বাতিল করা করতে হবে। পাশাপাশি তোলাবাজ , দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ও দাঙ্গাবাজ বিজেপিকে হটানোর দাবি জানান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *