October 11, 2024
Sevoke Road, Siliguri
Uncategorized

Rally : সংসদ ভবনে বিরোধীদের সাসপেন্ড করার প্রতিবাদে মিছিল

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : সংসদ ভবনে বিরোধীদের সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস । শনিবার দুপুরে শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ , জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী , বর্ষীয়ান তৃনমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা ।

১৩ ডিসেম্বর সংসদে বিরোধীরা অমিত শাহ এর বিরুদ্ধে প্রশ্ন তোলায় সংসদ ভবন থেকে বিরোধীদের সাসপেন্ড করে দেওয়া হয় । যার ফলে কার্যত বিরোধী শূন্য হয়ে যায় সংসদ | এরই বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় তৃনমূল কংগ্রেস । শনিবার শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । বাঘাযতীন পার্ক থেকে এই মিছিলটি শুরু হয় শিলিগুড়ি শহরের মূল পথ পরিক্রমা করে এই মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *