Rally : শ্রমজীবী মানুষদের দাবি নিয়ে মিছিল
শিলিগুড়ি , ৪ জুলাই : সারা ভারত জুড়ে শ্রমজীবী মানুষ একযোগে বনধের ডাক দিয়েছে । আন্দোলনের মূল বার্তা , “আমাদের ঘাম, আমাদের শ্রমের মূল্য চাই।” বনধের সমর্থনে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। বিভিন্ন সেক্টরের শ্রমিকরা এতে যোগ দেন এবং মিছিল গিয়ে শেষ হয় শহরের ভেনাস মোড় এলাকায় | যেখান থেকে COMCদপ্তরের দিকে […]