December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

KPP : জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা সম্পূর্ণ করার দাবি

শিলিগুড়ি , ১২ এপ্রিল : কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা সম্পূর্ণ করার দাবিতে বৃহস্পতিবার ধূপগুড়ির ময়নাতলিতে বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি ।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন , কেএলও মহিলা লিঙ্কম্যান নারী মঞ্চ সমন্বয় কমিটি সদস্যরা । এই বৈঠকের মধ্য দিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি কনভেনার তপতী মল্লিক বলেন , জীবন সিংহ তার দাবি থেকে এক চুলও নড়বে না ।

প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য বন্ধুক ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন কেএলও চিফ জীবন সিংহ । এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার সঙ্গে শান্তি আলোচনা সম্পূর্ণ করেনি বলে অভিযোগ । আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেএলও চিফ জীবন সিংহের শান্তি আলোচনার দাবিতে আন্দোলন শুরু করেছে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *