December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Gorkhaland : কেন্দ্রের থেকে গোর্খাল্যান্ড নিয়ে আসার বার্তা বিরোধীদের : অনীত থাপা

শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে নাম না করে বিমল গুরুং , অজয় এডওয়ার্ড , মন ঘিসিংদের একহাত নিলেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনিত থাপা।
তিনদিনের সফরে কলকাতা গিয়েছিলেন অনিত থাপা । সঙ্গে জিটিএ বোর্ডের চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও বোর্ড সদস্যের একটি প্রতিনিধি দলকে নিয়ে গিয়েছিলেন ।

এই সফরে পাহাড়ের উন্নয়ন , দপ্তর হস্তান্তকরণ , কর্মী নিয়োগ , পাট্টা সহ একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন আনিত থাপা । এরপর শুক্রবার সকালে দার্জিলিং মেলে করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের নাম করে পাহাড়ে যারা ভোট নিয়েছে এবার তারা কেন্দ্রের থেকে গোর্খাল্যান্ড নিয়ে আসুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *