October 10, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

GTA : পাহাড়ের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে : অনিত থাপা

শিলিগুড়ি , ১৪ জুন : যতই মহাজোট তৈরি হোক পাহাড়ের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে দার্জিলিংয়ে বললেন অনিত থাপা |

পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা তারা ফিরিয়ে এনেছেন জিটিএ নির্বাচনের সময়ে তাদের প্রতিশ্রুতি ছিল পাহাড়ে পঞ্চায়েতরাজ ফিরিয়ে আনা হবে । মানুষ তাদের সাথেই রয়েছে দাবি অনিত থাপার ।

জিটিএ তে ক্ষমতায় এলে পাহাড়ে পঞ্চায়েতরাজ ফিরিয়ে আনবেন তারা প্রতিশ্রুতি ছিল তাদের | দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে । এতে স্পষ্ট পাহাড়ে শান্তি ফিরেছে । বুধবার বিকেলে দার্জিলিঙে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন GTA চিফ এক্সিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। তিনি আরও বলেন , যতই মহাজোট তৈরি হোক না কেন পাহাড়ের মানুষ উন্নয়নের পক্ষে , শান্তির পক্ষে , তাই মানুষ তাদের সঙ্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *