September 16, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Unit : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সূচনা

শিলিগুড়ি , ১৪ জুন : শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় উদ্বোধন হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের | উদ্বোধনে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।

মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের তুলসীনগর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের নব নির্মিত সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উদ্বোধন হয় বুধবার। উদ্বোধনের পর সভাধিপতি অরুন ঘোষ বলেন, “মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট শুরু হল। আগামীতে ধীরে ধীরে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ইউনিট খোলা হবে। এই ইউনিটের মাধ্যমে নোংরা আবর্জনা থেকে সার তৈরি হবে এবং বাকি বজ্র অন্যত্র সরিয়ে ফেলা হবে। এতে গ্রাম বাংলা পরিষ্কার ও স্বচ্ছ থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *