September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Justice : দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন আনীত থাপা

শিলিগুড়ি , ২৩ অগাস্ট : শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে নাবালিকা হত্যাকান্ড নিয়ে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চাতুর্বেদীকে স্মারকলিপি দিলেন জিটিএ প্রধান অনীত থাপা।

একাদশ শ্রেণীর নাবালিকাকে হত্যা করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ । গতকাল তাকে আদালতে তোলা হয় । আদালতে তোলার সময় বহু মানুষ আদালত চত্বরে জমায়েত হয় এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবী জানাতে থাকে । এরপর মাটিগাড়া থানার সামনেও বহু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন । স্লোগান দেন। গতকালের এই বিক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে অশান্ত জনতাকে শান্ত করতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে।

গতকালই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জিটিএ প্রধান অনীত থাপা , সেই সঙ্গে পুলিশি তৎপরতার প্রশংসাও করেছেন তিনি। আজ সকালে তিনি শিলিগুড়িতে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর সঙ্গে দেখা করেন এবং তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

অনীত থাপা বলেন , “শিলিগুড়ির হত্যাকান্ড শুধুমাত্র গোর্খা সম্প্রদায়কেই নয় , সমগ্র মানবজাতিকেই স্তম্ভিত করেছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে। এবার এই তদন্ত দ্রুততার সাথে শেষ করে আসামিদের যাথাযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এই দাবী শুধু আমার নয়, এই দাবী জনগণ ও নির্যাতিতার পরিবারের । পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে , আমাদের একটাই দাবী আক্রান্তের পরিবার যেন বিচার পায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *