September 16, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : নীতিশ কুমারের মন্তব্যের বিরোধিতা করে মিছিল

শিলিগুড়ি , ৯ নভেম্বর : মহিলাদের নিয়ে বিহারে বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্তব্যের বিরোধিতা করে শিলিগুড়িতে মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির হাসমিচক থেকে মিছিলটি শুরু হয় । মিছিলটি শহরের মূল পথ পরিক্রমা করে।

এই মিছিল থেকে সেই মন্তব্যের নিন্দা জানানো হয়। উল্লেখ্য , মঙ্গলবার বিধান সভায় মহিলাদের শিক্ষিত করার বিষয়ে মন্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য মহিলাদের শিক্ষিত হওয়া প্রয়োজন ।

এই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে । যদিও গতকাল তিনি এই মন্তব্যের জন্য সকলের কাছে ক্ষমাও চেয়েছেন । তবে আজ শিলিগুড়িতে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ওই বিষয়টি তুলে ধরে নিন্দা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *