Murder : পুষ্পা ছেত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেনাকর্মী পুলিশের জালে
শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : পুষ্পা ছেত্রী খুনের ঘটনায় তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ এর আগেই গ্রেপ্তার করেছিল তিনজনকে । এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । স্পেশাল একটি গ্রুপ তৈরি করে ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছিল । আর এতেই মেলে সাফল্য |শিলিগুড়ির ভক্তিনগর থানার ভানুনগর এলাকার ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু হয়েছিল […]