March 31, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাজা ঘোষণা

শিলিগুড়ি , ২৫ মার্চ : যৌতুকের জন্য গৃহবধূর ওপর অত্যাচার , শেষে গায়ে আগুন দিয়ে খুন | প্রায় ১৭ বছর পর এই মামলার রায় শোনালো শিলিগুড়ি মহকুমা আদালত ।

আজ থেকে প্রায় ১৭ বছর আগে শিলিগুড়ি জোতির্ময় কলোনীর বাসিন্দা বিপ্লব সাহার সঙ্গে বিয়ে হয় ফালাকাটা যাদব পল্লী এলাকার এক যুবতীর । বিয়ের কিছুদিন পর থেকেই বিপ্লব সাহা তার স্ত্রীর উপর যৌতুকের জন্য নানারকম অত্যাচার শুরু করে । ধীরে ধীরে বাড়তে শুরু করে সেই অত্যাচারের মাত্রা । শেষে নিজের স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিপ্লব সাহার বিরুদ্ধে ।

গত ৯/২/২০০৭ আগুনে ঝলসে মৃত্যু হয় বিপ্লব সাহার স্ত্রীর । অবশেষে ১১/২/২০০৭ এ শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে বিপ্লব সাহা-র বিরুদ্ধে । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে বিপ্লব সাহা কে । যৌতুকের জেরে স্ত্রীকে খুনের অভিযোগের মামলা স্থানান্তরিত হয় শিলিগুড়ি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে ।

বিগত প্রায় ১৭ বছর ধরে এই মামলা চলে শিলিগুড়ি মহকুমা আদালতে । ৪৯৪(a) এবং ৩০৪(b) ধারায় ২৪ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিলিগুড়ি অ্যাডিশনাল ডিসট্রিক সেশন জজ ফাস্ট ট্র্যাক কোর্ট এর বিচারক মৈনাক দাশগুপ্ত , যৌতুক চেয়ে স্ত্রীকে খুনের মামলায় দোষী বিপ্লব সাহাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা , অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *