শিলিগুড়ি , ২৯ মার্চ : দ্বিতীয় স্ত্রীকে খুনের অভিযোগে পলাতক ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার পুলিশ । বিহারের পাটনা থেকে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ ।
অভিযোগ রাজেশ কুমার গুপ্তা সোনি তার প্রথম স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মিলে দ্বিতীয় স্ত্রী রীতা সাহাকে খুন করে । রাজেশ কুমার গুপ্তা প্রথম বিয়ে হয় ১২ বছর আগে রেখা গুপ্তার সঙ্গে
অভিযুক্ত রাজেশ কুমার দ্বিতীয়বার বিয়ে করেন রীতা সাহাকে । তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা তুম্বাজোত এলাকায় এবং দ্বিতীয় স্ত্রী রাণানগর এলাকায় থাকতো । প্রতিদিন রাতে রাজেশ তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেত । কিন্তু ১৭ মার্চ রাতে বাড়িতে না আসায় রীতা সাহা তাকে খুঁজতে রেখা গুপ্তার বাড়িতে পৌঁছায় ।
এরপর শুরু হয় ঝামেলা | অভিযোগ ঝামেলার সময় রাজেশ কুমার গুপ্তা ও তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা এবং তাদের দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে রীতা সাহার উপর হামলা করে ওই দিন রাতে ঝামেলার সময় । সেই সময় গুরুতর জখম হন রিট সাহা | তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন |
এরপর রীতার পরিবারের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুলিশ তদন্তে নেমে রাজেশ কুমার গুপ্তা সোনিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় যুক্ত অন্য অভিযুক্তরা পলাতক ছিল | অবশেষে মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে পলাতক রাজেশ কুমার গুপ্ত এর প্রথম স্ত্রী সহ দুই ছেলেকে পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।
ঘটনার দিন রাতের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের ।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । রাজেশ ও রেখার এক ছেলে নাবালক । ঘটনার তদন্তে পুলিশ ।