May 19, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : পোলট্রি ফিড প্ল্যান্টের সূচনা হল শিলিগুড়িতে

শিলিগুড়ি , ২ মে : মাল্লাগুড়িতে শিলিগুড়ি পোলট্রি ফিড প্ল্যান্টের উদ্বোধন করলেন রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এপিক ফিড এর নানান ধরনের প্রাণী খাদ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে , সর্বাধিক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে উদ্বোধন করা হল শিলিগুড়ি পোল্ট্রি ফিড প্ল্যান্টের । এর মধ্য দিয়ে ডিম পাড়া মুরগি ও ব্রয়লার মুরগির খাদ্য উৎপাদন হবে ।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে এই প্ল্যান্ট তৈরি করা হয় । মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির মাল্লাগুড়িতে তৈরি হওয়া এই প্ল্যান্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ ও শিলিগুড়ি মেয়র গৌতম দেব । মানুষের কাছে এপিক ফিড কে আরও জনপ্রিয় করে তুলতে জনস্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

এর মধ্য দিয়ে মুরগির পুষ্টিকর খাওয়ার তৈরি হবে খাবারের গুণগত মান বজায় রেখে বিজ্ঞানসম্মতভাবে এই খাওয়ার তৈরি করা হবে। যা স্বল্প মূল্যে কিনতে পাওয়া যাবে । ৪ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে । যেখানে দৈনিক ১০০ মেট্রিক টন খাওয়ার উৎপাদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status