October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Highway : গ্যাসের ট্যাংকারের সঙ্গে লরির সংঘর্ষ

জলপাইগুড়ি , ২ মে : জলপাইগুড়ি রাণীনগর এলাকায় জাতীয় সড়কে গ্যাসের ট্যাংকার এর সঙ্গে লরির সংঘর্ষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মী এবং জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ পুলিশ । গ্যাস ভর্তি লরি অসমের দিকে যাওয়ার পথে জাতীয় সড়কে উঠতেই শিলিগুড়ির দিক থেকে আসা অসমগামী লরির সাথে সংঘর্ষ হয় ।

তাদের সঙ্গে এলাকার লোক ভীড় করে ঘটনাস্থলে। গ্যাসের ট্যাংকার থেকে যে কোনো দুর্ঘটনা এড়াতে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় । এলাকার মানুষ উদ্বেগে থাকে যে কোনো মুহূর্তে গ্যাস লিক করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে । পুলিশ দমকল যৌথভাবে সমস্যার সমাধানের চেষ্টা করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *