May 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Demand : বকেয়া টাকা মেটানোর দাবি রাজ্যপালকে

জলপাইগুড়ি , ৫ অক্টোবর : রাজ্যপালকে কাছে পেয়েই একশো দিনের মজুরির বকেয়া টাকা মেটানোর দাবি জানাল তিস্তায় বানভাসিরা । বৃহস্পতিবার সকাল থেকে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির ফলে দার্জিলিং , কালিম্পং ও জলপাইগুড়ি জেলার প্লাবিত ও ক্ষতিগ্রস্ত পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

জলপাইগুড়ি জেলার রংধামালী বিএনপি প্রাথমিক বিদ্যালয় রাজ্য সরকারের তরফে তৈরি ত্রাণ শিবির পরিদর্শনে যান রাজ্যপাল । সেখানে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি । আর রাজ্যপালকে সামনে পেয়ে একশো দিনের কাজের মজুরির টাকার দাবি জানাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
তাদের সেই দাবি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল । পাশাপাশি এই দিন ক্ষতিগ্রস্ত পরিবারদের ১০০০ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status