May 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Victim : ক্ষতিগ্রস্তদের পাশে আছে রাজ্য : সেচ মন্ত্রী

শিলিগুড়ি , ৫ অক্টোবর : উত্তরবঙ্গে হরপা বানে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে সেচ মন্ত্রী |

সিকিমের বাঁধ ভেঙ্গে তিস্তা সহ একাধিক নদীর জলস্ফীতি হয়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয় গতকাল থেকে । এর জেরে গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা থেকে সকালের বিমানেই বাগডোগরা বিমান বন্দরে এসে নামেন পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক।
বাগডোগরা বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান গজলডোবার ক্ষতিগ্রস্ত এলাকায় ।

সেখানে সেচ বিভাগের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়রদের সঙ্গে আলোচনা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীন , মন্ত্রী গুলাম রব্বানী, মন্ত্রী বুলু চিক বড়াই বিধায়ক খগেশ্বর রায় সহ জন প্রতিনিধিরা।

পরবর্তীতে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকা গুলিতে সেচ মন্ত্রী যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন , মূলত টেকনিক্যাল টিমের সঙ্গে এদিন আলোচনা হয় যে এর পরবর্তী কি পদক্ষেপ নিলে ভাল হবে। এছাড়াও তিনি বলেন , এই বিপদের সময় মানুষের জন্য যা করার প্রয়োজন হবে সবই করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status