October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং রাজনীতি

Respect : বামপন্থী কর্মসূচী বাতিল , শ্রদ্ধা নিবেদন ছাত্র ফেডারেশনের

শিলিগুড়ি , ৮ অগাস্ট : ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মিছিল সংগঠিত করে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিল গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর আকষ্মিক মৃত‍্যুতে এই অভিযান স্থগিত করে তাকে শ্রদ্ধা নিবেদন করে গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের জেলা নেতৃত্ব । এক কর্মসূচির মধ‍্যে শিলিগুড়ি কলেজের ১ নম্বর গেটের সামনে বুদ্ধবাবু প্রতিকৃতিতে মাল‍্যদান করে সংগঠনের পতাকা দিয়ে গার্ড অফ ওনার দিয়ে সন্মান প্রদান করা হয় ।

এরপর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের দার্জিলিং জেলার সভাপতি তন্ময় অধিকারী সম্পাদক অঙ্কিত দে সহ জেলার অন‍্যান‍্য নেতৃত্ব প্রক্তন মুখ‍্যমন্ত্রী কে শ্রদ্ধা জানান ।

এক বিবৃতিতে জেলা সম্পাদক অঙ্কিত দে জানান তাদের নেতা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী সব সময় ছাত্র যুবদের কথা চিন্তা করতেন । রাজ‍্য জুড়ে বামপন্থীদের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *