October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Bamfront : বুদ্ধদেব -ইয়েচুরি স্মরণে সভা ১৯ সেপ্টেম্বর

শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বর : সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্য ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে স্মরণসভা । আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ৩ টায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে হতে চলেছে এই স্মরণসভা ।

শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে একথা জানান দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমন পাঠক ।

মূলত সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে স্মরণসভার বিষয়ে জানানো হয় । এছাড়াও এই স্মরণসভায় উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তবে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্য অনেকদিন আগে প্রয়াত হন সে কারণে জেলা বামফ্রন্টের তরফে যে স্মরণসভার কার্ড ছাপানো হয়েছে তাতে কমরেড সীতারাম ইয়েচুরির কথা উল্লেখ করা নেই | কারণ তিনি সদ্য প্রয়াত হয়েছেন । সেকথা ও জানানো হয় বৈঠকে |

তাই এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সকলকে একথা জানিয়ে দেন যে একইদিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্য ও কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা করা হবে দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *