October 10, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Norendra Modi : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪ তম জন্মদিন উপলক্ষে রক্তদান

শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪ তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

এদিন শিলিগুড়ি বর্ধমান রোডের একটি ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে খাদা পড়িয়ে , কেক কেটে তার জন্মদিন পালন করা হয় এবং পরে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয় । এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা , শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ , বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল সহ বিজেপি কাউন্সিলর ও অন্যান্য কর্মী সমর্থকরা ।

এই বিষয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত জানান , প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন ভারতীয় জনতা পার্টির তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য কাজ করেছেন এই কারণে তার জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে সেবা ও সমর্পন অভিযান হিসেবে পালন করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *