September 16, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Respect : সংগীতস্রষ্ঠা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম দিবস পালন

শিলিগুড়ি , ১৯ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওর্য়াডের বিশিষ্টজনরা যথা যোগ‍্যতার সঙ্গে কবি , নাট‍্যকার এবং সংগীতস্রষ্ঠা দ্বিজেন্দ্রলাল রায় এর জন্মদিন পালন করলেন।
কবি ,নাট‍্যকার এবং সংগীতস্রষ্ঠা দ্বিজেন্দ্রলাল রায় ১৮৬৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ।

প্রসাশন থেকে সাধারণ মানুষ ভুলে গেলেও ৬ নম্বর ওর্য়াডের বিশিষ্ট ব‍্যাক্তিত্বরা ভোলেনি তাকে। তারা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনটি যথাযথ শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন । শহরের বিশিষ্ট নাট‍্য ব‍্যক্তিত্ব আনন্দ ভট্টাচার্য্য সহ অরুপ রতন ঘোষ শুভ্র দে এবং ৬ নম্বর ওর্য়াডের প্রবীণ নাগরিকরা উপস্থিত থেকে দ্বিজেন্দ্রলাল রায়ের মূর্তিতে মাল‍্যদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *