December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

ময়নাগুড়ি , ১৮ সেপ্টেম্বর : নাথুয়াহাটের মাঝিয়ালীর বস্তির জলঢাকা নদীর চরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ন স্থানীয় বাসিন্দারা । পড়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে |

ধুপগুড়ি বানারহাট এবং ময়নাগুড়ি ব্লক একত্রিত হয় যে জায়গায় সেখান থেকেই উদ্ধার হয় দেহ |

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকাটা ময়নাগুড়ি ব্লকের । ওই ব্যক্তিকে হাতি আক্রমণ করেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের | ওই ব্যক্তির বাড়ি বা নাম পরিচয় কোন কিছু জানা যায়নি | পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে | নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *