October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চার যুবক গ্রেফতার

শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বর : এক যুবককে মারধর , ছিনতাই এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ । আজ চার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । মৃত যুবকের নাম হেমন্ত রায় | তিনি পেশায় গাড়ির চালক ছিলেন | ধৃতদের নাম জানা গিয়েছে জুনিদ আলম , সুদীপ রায় , সঞ্জু রায় এবং হরকা বাহাদুর দেওয়ান।

শিলিগুড়ির অদূরে নেপালি বস্তি ফারাবাড়ি এলাকার বাসিন্দা হেমন্ত রায় গত বুধবার রাতে তার নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন ইস্টার্ন বাইপাস হয়ে | সেই সময় অভিযুক্ত এই চার যুবক তার ওপর আক্রমণ চালায় | তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় এমনকি তার জামাকাপড় খুলে দেয় বলে অভিযোগ । এই ঘটনার জেরে হেমন্ত রায়ের মাথা ফেটে যায় | এমনকি শরীরের বেশ কিছু জায়গায় আঘাতো লাগে ।

ইস্টার্ন বাইপাসে থাকা কর্মরত ট্রাফিক পুলিশরা তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । প্রাথমিক চিকিৎসার পর হেমন্ত রায়কে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে ।

কিন্তু হেমন্ত রায় সঙ্গে যে ঘটনা ঘটে তা কোনভাবে সে মেনে নিতে পারছিলেন না বলে অভিযোগ তার পরিবারের | এরপর বাড়ির পাশেই ব্যান্ডেজ লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ।

এরপর তার পরিবার এবং প্রতিবেশীরা ভক্তিনগর থানার আশিঘর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন | এমনকি তার দেহ নিয়ে তারা ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান | এরজেরে চাপ সৃষ্টি হয় পুলিশ প্রশাসনের উপরে | আর এর পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে পুলিশ |

ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সাফল্য পুলিশের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *