October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Mobile : ছিনতাই হওয়া ২৯ টি মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বর : শিলিগুড়ি থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং ছিনতাই হওয়া ২৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ ।
হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রকৃত মালিকরা |


শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ এই উদ্যোগ নিয়ে আসছে বেশ কিছুদিন ধরে । এতে খুশি শহরের সাধারণ মানুষ । অভিযোগ ভিত্তিতে তদন্ত করে পুলিশ ।

টার্গেট থাকে একটাই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি মোবাইল উদ্ধার করার । বিগত কয়েক মাসে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ২৯ টি মোবাইল উদ্ধার করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
আজ সেই মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশকর্তারা ।

এসিপি ত্রিদিপ সরকারের উপস্থিতিতে মোবাইলগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় । চুরি এবং ছিনতাই হওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরা । তারা শিলিগুড়ি থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *