September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Hospital : মর্টার শেল কুড়িয়ে বাড়িতে আনতেই বিস্ফোরণ , মৃত্যু

শিলিগুড়ি , ৬ অক্টোবর : তিস্তায় ভেসে এসেছিল মর্টার শেল , কুড়িয়ে বাড়িতে আনতেই বিস্ফোরণ , মৃত ১ |

মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার চাঁপাডাঙ্গায় ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , তিস্তার হড়পায় সেনার মর্টার শেল ভেসে এসেছিল । স্থানীয় একটি ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল। এদিন মর্টার শেলটি পরিষ্কার করে খেলছিল বাড়িরই কয়েকজন। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের । আহত হয়েছেন ৬ জন।

তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে । পুলিশ ও প্রশাসনের কর্তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

তবে ময়নাগুড়িতে সেনা আধিকারিকরা বারবার স্থানীয়দের সচেতন করেছিলেন এ ধরনের মর্টার শেল নিয়ে তা নাড়াচাড়া না করতে । এটা যে বিপজ্জনক হতে পারে তা বলা হয়েছিল। কিন্তু তারপরও অনেকেই সচেতন হননি। যার ফলেই এ দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *