October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

State : লোকসভা নির্বাচনে জয়ী হবে এনডিএ : কেন্দ্রীয় মন্ত্রী

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : এবার লোকসভা নির্বাচনে এনডিএ ৪০৪ এর বেশী আসনে জয় লাভ করবে ৷ সোমবার শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: মুনিপারা মহেন্দ্র ভাই । তিনি আরও জানান , দেশ প্রগতির পথে হাঁটতে শুরু করেছে । তবে বাংলায় প্রতিবন্ধকতা রয়েছে অনেক । সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পে যাতে এ রাজ্যের বাসিন্দারাও উপকৃত হন সেক্ষেত্রে স্থানীয় সরকারকে উদ্যোগী হওয়ার বার্তাও দেন মন্ত্রী।

তিনি জানান , ইতিমধ্যে মোদি সরকারের গ্যারান্টির গাড়ি এ রাজ্যে এসে পৌঁছেছে। গ্যারান্টি শেষেরও গ্যারান্টি রয়েছে । এরপরই তিনি বলেন, ‘এ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে সুযোগ সুবিধা পান না সাধারণ মানুষ। আমি রাজ্যের সরকারকে বলব এনিয়ে পদক্ষেপ গ্রহণ করতে।’ একইসঙ্গে তার বক্তব্য, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ইতিমধ্যে দেশজুড়ে পথ চলা শুরু হয়েছে মোদি সরকারের নেতৃত্বে । সেই কাজ দ্রুত সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *