September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Election : দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রচার শুরু

শিলিগুড়ি , ১৩ মার্চ : দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে বুধবার নকশালবাড়ির স্টেশন পাড়ায় দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা । এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নিজ হাতে দেওয়াল লিখলেন ।

উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক ২ সভাপতি পৃথ্বীশ রায় , যুব সভাপতি বিরাজ সরকার সহ অন্যান্যরা । সভাধিপতি জানান , রাজ্যের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব। ভাওতাবাজি করে একটিও ভোট নয়। এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে চলা বিজেপি রামনাম ও ভেদাভেদ করে চলছে। মানুষ উন্নয়নে রায় দেবে । এখন পর্যন্ত বিজেপি , কংগ্রেস , সিপিআইএম কোনও দল প্রার্থী ঘোষণা করেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *