October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : দেরিতে হলেও ঘুম ভেঙ্গেছে রাজ্য সরকারের : সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ১০ জুলাই : দেরিতে হলেও রাজ্য সরকারের ঘুম ভেঙ্গেছে | সারা বছর কোনো পদক্ষেপ রাজ্যের তরফে হয় না বলে মূল্যবৃদ্ধি হয় । বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল্যবৃদ্ধি নিয়ে এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।

এদিন বালুরঘাট থেকে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে দিল্লির উদ্দেশ্য রওনা দেন। কিন্তু তার আগে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । পাশাপাশি এদিন উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নেন ।

সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন , “কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বাংলায় কোন নির্বাচন কর‍তে হলে একটু আলাদা করে ভাবা উচিত । এ রাজ্যকে দেশের মতো ভাবলে হবে না। নির্বাচন কমিশন যদি চায় যে মানুষ রায় দিক তাহলে অবশ্যই আলাদা করে চিন্তাভাবনা করা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *