September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Medical : মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি সদ্যোজাত

শিলিগুড়ি , ২০ এপ্রিল : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি সদ্যোজাত । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ । ২৪ বছরের মহিলা রঞ্জিতা সিংহ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন । পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় |

মঙ্গলবার রাতে , খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে তার সন্তান প্রসব হয় । মঙ্গলবার ভোররাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ , বৃহস্পতিবার দুপুরে খাওয়ারের সময় এক মহিলা তাকে সহযোগিতা করবে বললে রঞ্জিতা দেবী তার কথা মেনে নেন | তিনি খাবার খেতে গেলে কয়েক মুহূর্তেই মধ্যেই সেই মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক ও শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের মেডিকেল ফাঁড়ির পুলিশ । ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা শিশুটিকে নিয়ে প্রথমে একটি টোটো তে ওঠে | পড়ে কওয়াখালি টাউনশিপ এলাকায় দাঁড়িয়ে থাকা অমনি ভ্যান করে শিশুটিকে নিয়ে যাওয়া হয় |
এই ঘটনা নিয়ে তদন্ত কমিটির গঠন করা হয়েছে বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক । তিনি জানান , সেই সময় ভিজিটিং আওয়ার ছিল। ফলে বাইরের মানুষরা সেই সময় হাসপাতালে এসেছিল | ফলে ওই মহিলা কে ছিলেন তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *