December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Protest : ছাত্রীরা বিক্ষোভ দেখালো থানায় , শ্লীলতাহানির অভিযোগ

শিলিগুড়ি , ১৩ জুলাই : দীর্ঘদিন ধরে বাইক নিয়ে স্কুল পড়ুয়াদের হেনস্থা করে আসছিল এক অভিযুক্ত | বারবার পুলিশকে জানিয়ে ও লাভ হয়নি | হেনস্থার শিকার হতে হচ্ছিল স্কুল ছাত্রীদের। ঘটনাটি বিধান নগর থানা এলাকায় |
ফের এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় | বিধান নগর থানায় একাধিক ছাত্রী এ নিয়ে লিখিত অভিযোগ জানায় । এরপরই ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে | অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায় স্কুল ছাত্র ছাত্রীরা। শুক্রবার রাতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় এক যুবককে।

যুবকের নাম এমডি আবজাল | সে উত্তর দিনাজপুরের চিতলঘাটা এলাকার বাসিন্দা। বিধান নগরের এক হোটেলে রাঁধুনির কাজ করে সে । থানায় এসে এদিন পড়ুয়ারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় |
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান , এটা সরকারের লজ্জা | ছোট ছোট ছাত্রীরা বিচার না পেয়ে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করছে। আর পুলিশ ব্যস্ত কিভাবে তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়াবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *