December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Mahananda : তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার

শিলিগুড়ি , ৬ জুন : ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর । আজ তার দেহ উদ্ধার হয়েছে | এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । ওই কিশোরের নাম সুদীপ পাল (১৬) । সে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত রাঙাপানির পালপাড়া এলাকার বাসিন্দা ।

সোমবার দুপুরে ৬ বন্ধু মিলে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে যায় । তাদের মধ্যে সুদীপ পাল জলে নামলে তলিয়ে যায় সে । এরপর বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও পরিবারের সদস্যরা পৌঁছায় ।

আজ সকালে বিপর্যয় মোকাবিলা দল কিশোরের খোঁজে তল্লাশি শুরু করে । এরপর ওই কিশোরের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠিয়েছে । ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *