October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Minor Death : খড়িবাড়িতে উদ্ধার জোড়া মৃতদেহ , তদন্তে পুলিশ

শিলিগুড়ি , ১০ মার্চ : শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে উদ্ধার জোড়া মৃতদেহ । ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খড়িবাড়ির বুড়াগঞ্জের টুকরিয়াঝাড় বনাঞ্চল লাগোয়া রামভোলা জোত এলাকার ঘটনা ।

রবিবার স্থানীয়রা মাঠে গবাদি পশু বাঁধতে গেলে হাতির ওয়াচ টাওয়ারের নিচে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নাবালক ও নাবালিকাকে । খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসে । মৃতের নাম দেব সিংহ (১৬) , সুলেখা সিংহ (১৬) |

দু’জনেই বুড়াগঞ্জের ধুলিয়া জোতের এলাকায় বাসিন্দা । তবে শনিবার দুপুরে এই যুগলকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা । অন্যদিকে দুই পরিবারের সদস্যরা জানান , প্রতিবেশী ভাই বোনের সম্পর্ক ছিল দু’জনের | কেন এই রকম ঘটনা ঘটল বুঝে উঠতে পারছে না । কান্নায় ভেঙ্গে পড়েছে তারা । ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য মৃতদেহ উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *