December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

ABVP : এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে উত্তেজনা , গ্রেপ্তার একাধিক

শিলিগুড়ি , ১১ মার্চ : সন্দেশখালি ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার সন্দেশখালি ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ।

এদিন হিন্দি হাইস্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির । মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছায় । উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেজন্য তিনবাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ । মিছিলটি ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ।

লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা । পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির কর্মী সমর্থকদের আটক করে পুলিশ । এদিকে উত্তরবরঙ্গ অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । ঘন্টাখানেক বাদে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়ক দিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *