December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : নদী থেকে যুবকের নিথর দেহ উদ্ধারে রহস্য

শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর : জলে ডুবে মৃত্যু | তুলসি নগর এলাকা সংলগ্ন মহানন্দা নদী থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও স্থানীয়দের দাবি , খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনায় তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।

জানা গিয়েছে , শুক্রবার সকালে তুলসি নগর এলাকা সংলগ্ন এলাকায় মহানন্দার জলে এক যুবকের নিথর দেহ নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুলিশ জানিয়েছে , মৃত ওই যুবকের নাম অনিল সাহানী । তিনি পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয়দের আশঙ্কা হয়তো কেউ বা কারা তাকে মারধর করে নদীতে ফেলে দিয়েছিল । তাদের কথায় , ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা হয়। এর আগেও একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। ঘটনায় আতঙ্ক ক্রমশ বাড়ছে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *