October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Nepal : উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে : অনন্ত মহারাজ

শিলিগুড়ি , ১৬ এপ্রিল : উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হচ্ছে বললেন অনন্ত মহারাজ |

নেপালে রাজবংশী সম্প্রদায়ের অনুরোধে সিরুয়া উৎসবে যোগ দিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেপালে প্রবেশ করলেন জিসিপিএ নেতা অনন্ত মহারাজ । এদিন নেপাল ঢোকার মুখে তিনি জানান , সিরুয়া উৎসবের ফলে দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতি মেলবন্ধন হবে। ফের আলাদা রাজ্যের প্রসঙ্গকে জোড়াল করলেন জিসিপিএ সুপ্রীমো অনন্ত মহারাজ ।

নেপালে সিরুয়া উৎসবে যোগ দিতে গিয়ে এদিন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রসঙ্গে মুখ খোলেন তিনি। আলাদা রাজ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি । তিনি বলেন এটাতো ফাইনাল হয়ে গিয়েছে , আলাদা রাজ্য হচ্ছে । কেন্দ্রশাসিত অঞ্চল হবে এতে কোনো দ্বিমত নেই । স্বাধীনতা পর থেকে এখানে তেমন উন্নয়ন হয়নি।

তবে শীঘ্রই হচ্ছে। এর ফলে অভূতপূর্ব উন্নয়ন হবে । খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে হয়ে নেপালের বিত্তামোড়ের রামচকে যান অনন্ত মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *