September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : সীমান্তে টহলদারির সময় মাদক সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ১৬ জুন : সীমান্তে টহলদারির সময় এসএসবির হাতে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার ১ নেপালের বাসিন্দা । ধৃতের নাম বেদ প্রসাদ রাজবংশী ( ১৯) | সে নেপালের ঝাপা জেলার অর্জুন ধারার বাসিন্দা।

শনিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তের টহলদারি থাকা এসএসবি ৪১ নং ব্যাটেলিয়ানের জ‌ওয়ানরা ওই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে । ধৃত যুবক পানিট্যাঙ্কি থেকে নেপাল মাদক নিয়ে যাচ্ছিল। পরে ধৃত ওই যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *