October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Border : বাংলাদেশী যুবক সহ নেপালের যুবক গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৭ মার্চ : এসএসবির হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক সহ নেপালের এক যুবক | খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কিতে অবৈধ ভাবে ভারতে প্রবেশের আগে এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের জওয়ানরা এক বাংলাদেশী যুবক সহ নেপালের যুবককে আটক করে । আটক যুবকদের নাম আলমগীর হোসেন (৩৪) বাংলাদেশের বোগ্রা জেলার বাসিন্দা এবং অনুপ তামাং (৩২) নেপালের কাকরভিটার বাসিন্দা ।

মঙ্গলবার নেপালি যুবক বাংলাদেশি যুবককে নিয়ে অবৈধ ভাবে নেপাল থেকে ভারতে সীমান্ত পার করার চেষ্টা করলে ধৃতদের আটক করা হয় । ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে আলমগীর হোসেন স্বীকার করে সে বাংলাদেশের বাসিন্দা । বাংলাদেশিকে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে নেপালি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের মঙ্গলবার খড়িবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করলে আজ শিলিগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ । ধৃতদের রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *