September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

drug : নিষিদ্ধ নেশার সামগ্রী সহ ২ জন গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ নেশার সামগ্রী সহ ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রনি ঘোষ ও সন্তোষ মাহাতো । দু’জনই শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । বেশ কয়েকমাস ধরেই শহরে নিষিদ্ধ নেশার সামগ্রীর কারবার চালাচ্ছিল ধৃতরা।

স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে মাদক পৌঁছে দিত তারা। সম্প্রতি বিষয়টি জানতে পারে এসওজি । এরপরই ভক্তিনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল রাতে শিলিগুড়ির সেবক রোডে হানা দেয় এসওজি।নিষিদ্ধ নেশার সামগ্রী সহ গ্রেফতার করা হয় রনি ও সন্তোষকে। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। আজ ধৃত দু’জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *