May 17, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল গয়েরকাটা

গয়েরকটা , ২৮ এপ্রিল : বনধের মাঝে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল গয়েরকাটা । শুক্রবার জনসংযোগ কর্সূচীতে আসেন তৃণমূলের এই হেভিওয়েট । গয়েরকাটায় এসে পৌঁছলেন অভিষেক ব্যানার্জি । এসেই জনসংযোগে নেমে হাঁটা পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন গনাথ রাভার সঙ্গে। মানুষের ভিড় উপচে পরে এই গরমেও। মহিলারা শঙ্খ , উলুধ্বনি দিয়ে স্বাগত জানায় অভিষেক ব্যানার্জিকে মানুষ। গয়েরকাঁটা থেকে তিনি ধূপগুড়ি ব্লকের সোনাখালী মাজারে আসেন । সেখানে চাদর চড়ান।

জনসংযোগ যাত্রায় ধূপগুড়িতে এসে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ভোটে জিততে না পেরে বিগত দু বছরে কিছু বিচারপতির মদতে ২৬ টি মামলায় সিবিআই কে নিয়োগ করেছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। আদালতের রায়ের ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে | কেউ যদি দোষ করে থাকে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাদের শাস্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status