September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

sports : শিলিগুড়ি কুইজ ফেস্টিভ্যালের সূচনা

শিলিগুড়ি , ২৯ এপ্রিল : শিলিগুড়ি আর্য সমিতি তাদের সংগঠনের ৭৫ তম বৎসর উৎযাপন করছে | সেই মতে স্বরস্বতী পুজোর সময় শোভাযাত্রার মধ‍্য দিয়ে শুরু হয়েছিল । এই উৎসবের অঙ্গ হিসাবে আজ থেকে শুরু হয়ে তিনদিনের শিলিগুড়ি কুইজ ফেস্টিভ্যাল শুরু হল । শিলিগুড়ি কুউজ ক্লাবের সহযোগিতায় এই ইন্টার স্কুল কুইজে ইংরেজি ও বাংলা মাধ‍্যমের মোট ৭০টি স্কুলের পড়ুয়ারা অংশ গ্রহণ করছে | ১২ রকমের বিভিন্ন বিভাগের নানান প্রশ্ন নিয়ে এই কুউজ প্রতিযোগিতা শুরু হয় ।

এদিন অনুষ্ঠানের সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ,৩০ নম্বর ওর্য়াডের প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস , ২৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার ও সমিতির অন‍্যান‍্য সদস‍্যারা ।

আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার জানান , কুইজ মাষ্টারদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *