October 5, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Water : পানীয় জলের ব্যবস্থা সূর্যনগর ফ‍্যান্সি ইয়ুথ ক্লাবে উদ্দ‍্যোগে

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : সূর্যনগর ফ‍্যান্সি ইয়ুথ ক্লাবে উদ্দ‍্যোগে ও অসিত ঘোষ ও কৃষ্ণ ঘোষের সহযোগিতায় সাধারণ মানুষের জন্য জল প্রকল্পের সূচনা করেন পুরনিগমের ডেপুটি মেয়র । স্বর্গীয় অলি ঘোষের স্মৃতিতে বাবা অসিত ঘোষ ও স্বামী কৃষ্ণ ঘোষের সহযোগিতায় এই পানীয় জল প্রকল্প জন সাধারণের জন‍্য খুলে দেওয়া হল ।

উদ্ভোধন পর্বে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ২৩ নম্বর ওর্য়াডের কাউন্সিলর লক্ষ্মী পাল সহ ক্লাব সভাপতি ও সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য টিঙ্কু দত্ত সহ অমর চন্দ্র পাল সহ অন‍্যান‍্য অতিথিরা উপস্থিত ছিলেন ।

এ ব্যাপারে রঞ্জন সরকার জানান , পাড়ায় পাড়ায় মানুষের অসুবিধায় ক্লাব গুলো এগিয়ে আসছে সেটা সমাজের পক্ষে ভাল দিক |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *