May 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

book fair : উত্তরবঙ্গ বইমেলা শুরু হচ্ছে ৮ ডিসেম্বর

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম তথা উত্তরবঙ্গের গর্ব ৪১ তম উত্তরবঙ্গ বইমেলা শুরু হচ্ছে ৮ ডিসেম্বর । কাঞ্চনজঙ্ঘা ষ্টেডিয়াম মেলা প্রাঙ্গণে ১০ দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই বইমেলা শেষ হবে ১৭ ডিসেম্বর । এ বছর কালজয়ী সাহিত্যিক সুকুমার রায়ের অনন্য সৃষ্টি “আবোল তাবোল” প্রকাশের শতবর্ষ চলছে ।

আবোল তাবোল সৃষ্টির শতবর্ষে এবারের বইমেলার থিম “আবোল তাবোল”। এবারের বইমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে “আবোল তাবোল মঞ্চ”। এবছর Oxford, Penguin, Harper Collins, আনন্দ পাবলিশার্স, মিত্র ও ঘোষ, দে’জ পাবলিশিং, দেব সাহিত্য কুটির, দীপ প্রকাশন ও শৈব্যা প্রকাশন সহ বেশ কিছু নামী প্রকাশক বইমেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও বাংলা, ইংরাজী এবং হিন্দী মিলিয়ে কমপক্ষে ৭৫টি ষ্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করছে।

৯ ডিসেম্বর শনিবার বেলা ৩ টায় বাঘাযতীন পার্ক থেকে এক শোভাযাত্রার সূচনা হবে । ৪১ তম উত্তরবঙ্গ বইমেলার “আনুষ্ঠানিক উদ্বোধন” ১০ডিসেম্বর সন্ধ্যা ৬টায় হবে । উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status