December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water : দার্জিলিং থেকে শহরের বাসিন্দাদের জন্য জল প্রকল্পের উদ্বোধন

শিলিগুড়ি , ১৩ নভেম্বর : শিলিগুড়ি পুরনিগমের বাসিন্দাদের জন্য পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দার্জিলিং থেকে ভার্চুয়ালভাবে এই জল প্রকল্পের উদ্বোধন করেন ।

এদিনের ভার্চুয়াল উদ্বোধন একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে । সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

অনুষ্ঠান শেষে মেয়র বলেন ,”শিলিগুড়িবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে । আগামী সাত থেকে আট মাসের মধ্যে শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন । এই প্রকল্পের জন্য বন দপ্তরের সঙ্গে জমি সমস্যা মিটিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে । মুখ্যমন্ত্রী এই কাজে সবদিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *